খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: লোকমান আলী, নওগাঁ : বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংগঠন নওগাঁ জেলা তাঁতীলীগের আনুষ্টানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে নওগাঁ জেলা আ’লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মজিবর রহমান ু ও নওগাঁর প্রয়াত আ’লীগনেতা আব্দুল জলিলের প্রতিকৃতিতে মাল্যদান এবং জনাব আব্দুল জলিলের কবর জিয়ারত শেষে নওগাঁ জেলা তাঁতীলীগের পরিচিতি সভা অনুষ্টিত হয়।
নবগঠিত জেলা তাঁতীলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে অনুষ্টিত পরিচিতি সভায় প্রধান ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছিম আহমেদ নাছিম। এত অন্যান্যর মধ্যে জেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মিন্টু, সাংগাঠনিক সম্পাদক আ,হ,ম শাহিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় জেলা তাঁতীলীগের সভাপতি শহিদুল ইসলাম জানান, শীঘ্রই সন্মেলনের মাধ্যমে জেলা তাঁতীলীগের পুনাঙ্গ কমিটি গঠিত হবে।