খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় আলবেদা নামে ৩০ বৎসরের এক মহিলার গত ৪ দিনেও সন্ধান পায়নি পরিবার। এ ব্যাপারে ওই মহিলার স্বামী আব্দুর রহিম একটি জিডি করেছেন।
জানা যায়, উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী ও ১ সন্তানের জননী আলবেদা (৩০) গত ১৫ জুলাই অনুমান রাত ৯ টার দিকে বাড়ি হতে পরিবারের কাউকে কিছু না বলে বাহির হয়ে যায়। সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেলে গত ১৮ জুলাই গঙ্গাচড়া মডেল থানায় সাধারণ ডাইরী করে। যার নং- ৬৭৯। বাড়ি থেকে বাহিরে যাওয়ার সময় তার পড়নে ছিল কালো রঙের বোরকা এবং গায়ের রঙ উজ্জল শ্যামলা। আলবেদার স্বামী আব্দুর রহিম বলেন, তার স্ত্রী মাঝে মধ্যে ভারসাম্যহীন সমস্যা দেখা দেয়। তিনি সমাজের সকল ব্যক্তিবর্গের নিকট তার স্ত্রীর সন্ধান পেলে ০১৯৪২২১৫৭২৪, ০১৭৪০৯৫১৮৩৯ নম্বরে যোগাযোগের অনুরোধ জানান।