Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: শেরপুর : জীবিকার জন্য গাছ/ জীবনের জন্য গাছ’ এ শ্লোগানকে সামনে রেখে আজ ১৮ জুলাই সোমবার শেরপুরে ৭দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, ফলদবৃক্ষ মেলা-২০১৬ এর উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে শহীদ দারোগ আলী পৌর পার্কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপ-পরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
আরো বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ, ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়, সহকারী বন সংরক্ষক মো. আব্দুল অদুদ ভূঁইয়া প্রমুখ। মেলায় প্রকৃতি ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন শাইন্ ও ওয়ার্ল্ড ভিশনের স্টলসহ ৪৮টি স্টল স্থাপন করা হয়েছে। বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন, শেরপুর এ মেলার আয়োজন করে।