খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দিনের সরকারি সফরে ১৪ অক্টোবর ভারত সফরে যেতে পারেন। ব্রিকস ব্লকের শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে তিনি এ সফর করবেন বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিকস বিশ্বের পাঁচটি প্রভাবশালী দেশের একটি জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ‘ব্রিকস’ এ অঞ্চলের বৃহত্তর অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে কাজ করছে।
১৫ ও ১৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ায় অষ্টম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও আয়োজক ভারতের বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। শেখ হাসিনাকে বঙ্গোপসাগরীয় জোট বিমসটেকের একজন নেতা হিসেবে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল ও পেট্রাপোল স্থল বন্দরে সমন্বিত চেকপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা থেকে এ ভিডিও কনফারেন্সে যোগ দেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমান বিশ্বে ব্রিকস একটি প্রভাবশালী জোট যা বিশ্ব জনসংখ্যার ৪২ শতাংশের প্রতিনিধিত্ব করে। এ জোটের দেশগুলোর মোট জিডিপির পরিমাণ ১৬ ট্রিলিয়ন ডলারের বেশি। ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রভাবশালী দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতি শুরু হয়েছে। ব্রিকস শীর্ষ সম্মেলনের একটি অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল টিমার, রুশ প্রেসিডেন্ট ভাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গে পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠক করার সম্ভাবনা রয়েছে।