খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: ঝিনাইদহ সদরের আড়ুয়াকান্দিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইফুল ইসলাম (২৫) নামে স্থানীয় এক শিবির নেতা নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ১টি অস্ত্র, গুলি, ৫টি বোমা ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
সোমবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুলের গ্রামের বাড়ি শৈলকুপায় বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহলদল ঝিনাইদহ-মাগুরা সড়কে আড়ুয়াকান্দি নামক স্থানে পৌঁছালে শিবিরের নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ৪/৫ টি হাতবোমা ছুড়ে মারে। পুলিশের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধ শেষে শিবির নেতা-কর্মীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের দুই কনষ্টেবল ফয়সাল হোসেন ও সুমন হোসেন আহত হন।
ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, নিহত সাইফুলের বিরুদ্ধে সদর থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।