খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: ঝিনাইদহ সদরের আড়ুয়াকান্দি নামক স্থানে বন্দুক যুদ্ধে ১ দুর্বৃত্ত নিহত হয়েছে। পুলিশ তার নাম পরিচয় জানাতে পারেনি। ঘটনাস্থল থেকে ১ টি শাটার গান, ২ রাইন্ড গুলি, ৫ টি বোমা ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ২ কনস্টেবল আহত হয়েছে। ঘটনাটি ঘেেটছে আজ ভোর সাড়ে ৩ টার দিকে ।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহল দলের গাড়ি আজ ভোর সাড়ে ৩ টার দিকে আডুয়াকান্দি নামক স্থানে পৌছালে দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। এসময় পুলিশ পাল্টা তাদের লক্ষ্য করে গুলি চালালে বন্দুক যুদ্ধ শুরু হয়। দশ মিনিট গুলি বিনিময়ের পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ২৩ রাইন্ড গুলি ছোড়ে।
পরে ঘটনাস্থল থেকে গুলিবৃদ্ধ নিহত এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এ বন্দুক যুদ্ধে পুলিশের কনস্টেবল ফয়সল আহমেদ ও সুমন নামে ২ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ব্যবহৃত ১ টি শাটার গান, ২ রাউন্ড বন্দুকের গুলি ৫ টি বোমা ও ৩ টি রামদা উদ্ধার করা হয় । লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।