খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তার সভাকক্ষে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাজনুন্নাহার মায়া এর সভাপতিত্বে মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপ-সহাকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় “জল আছে যেখানে মাছ চাষ সেখানে”। জাতীয় মৎস্য সপ্তাহ যথাযথভাবে পালনের লক্ষ্যে ফুলবাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তর ব্যপক আয়োজন করেছেন। ১৯শে জুলাই থেকে ২৫শে জুলাই পর্যন্ত ০৭দিন ব্যাপী মৎস্য সপ্তাহ পালন অব্যাহত থাকবে। এ জন্য ফুলবাড়ী উপজেলার ০৭টি ইউনিয়নের মৎস্যজীবিদেরকে নিয়ে মৎস্য সপ্তাহ পালনের এক ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছেন। জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তর।