Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

road accident bdখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬:ঝিনাইদহ সদর ও শৈলকুপায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। গতরাত ২ টার দিকে ও আজ দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তেন জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান জানান, গতরাত ২ টার দিকে সদর উপজেলার মধুপুর চৌরাস্তার উপর দিয়ে হাটার সময় ট্রাক চাপায় অজ্ঞাত এক নারী (৫০) নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সে মানষিক ভাবে ভারসামীহীন ছিল বলেও জানান তিনি।
অন্যদিকে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর পাড়ার কছিম উদ্দিন (৬০) গাড়াগঞ্জ বাজার থেকে বাই-সাইকেল যোগে ঝিনাইদহের দিকে আসছিল। এসময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি বালি বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।