খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: রাজশাহী : জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় পুঠিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিনিয়র মৎস্য অফিসার মোজাম্মেল হকের সঞ্চালনায় এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সহকারী কমিশনার ভূমি লিয়াকত আলী শেখ, পুঠিয়া ইউপি চেয়ারম্যান আতাহার আলী, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান, বেলপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বদিউদজ্জামান, শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছী ইউপি চেয়ারম্যান আঃ করিম, আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম, কাজী শরীফ, পুঠিয়া প্রেস ক্লাবের সভাপতি হাসমত দৌলা, সাংগঠনিক সম্পাদক মেহেদেী হাসান, প্রেস ক্লাবের সদস্য মইদুল ইসলাম(মধু), পুঠিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিজয় ঘোষ ও কোষাধক্ষ্য মোহাম্মাদ আলী প্রমুখ।