খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ জুলাই ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরের সিংড়া থেকে আটক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে শুনানী শেষে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও আদালত সুত্র জানায় , গত ১৬ জুলাই সিংড়া উপজেলার বড় বাড়ই হাটী গ্রামে গোপন বৈঠক চলাকালে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্য সঙ্গিরা পারিয়ে গেলেও একটি ল্যাপটপ, মোটর সাইকেল ও তিনটি জিহাদী বইসহ মিজানুর রহমানকে আটক করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল হাই জানান, প্রাথমিক জিজ্ঞাাসাবাদে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে স্বীকার করে মিজানুর রহমান। পরে গত রোববার তাকে আদালতে সোপর্দ করে ৫দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। বিচারক মিজানুর রহমানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এবং মঙ্গলবার রিমান্ডের শুনানীর দিন ধার্য করেন। মঙ্গলবার শুনানী শেষে মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আব্দুল হাই কালের কন্ঠকে জানান, মঙ্গলবারেই মিজানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।