Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬:শিপলু জামান ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগনজ উপজেলায় ইঞ্জিন চালিত রিক্সাভ্যান সরকার বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রিকসা ভ্যান শ্রমিকরা । আজ সকাল ১০ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সকল রিকসা ভ্যান চালকরা মেইনবাসষ্ঠান এলাকায় কর্ম বিরতি রেখে শহরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে । মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ পৌর মেয়র মকছেদ আলী র নিকট দাবী সমুহ পেশ করেন এ সময় বক্তব্য রাখেন রিকসা ভ্যান চালক ইউনিয়নে সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক , রাজু আহমেদ কবির হোসেন প্রমুখ । বক্তরা তাদের দাবী সমূহ না মানলে কঠর কর্ম সূচী দিবেন বলে হুসিয়ার করেন ।