খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: নওগাঁর আত্রাই উপজেলায় নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার কাশিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের বাসিন্দা ও ভোঁপাড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ময়েন সরদার (৫৫), ভবানীপুর গ্রামের আবদুল হাই লুতু (৫৫) ও ভোঁপাড়া গ্রামের মো. জিয়া (৩৫)।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা জেএমবির সেকেন্ড-ইন-কমান্ড সিদ্দিকুর ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সহযোগী ও ভবানীপুর গ্রামের সাবেক সেনাসদস্য শেখ ফরিদ হত্যা মামলার পলাতক আসামি। তাঁদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুদ্দোজা জানান, গ্রেপ্তারকৃতরা আত্রাই থানা পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগ ও মামলা রয়েছে। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ওসি আরো জানান, সম্প্রতি ওই তিনজন এলাকায় এসে নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে তাঁর (বদরুদ্দোজা) নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়