খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন, দিনাজপুর : চিরিরবন্দরে মৎস্য সংরক্ষণ,উদপাদন বৃদ্ধি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ/২০১৬ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করে বঙ্গবন্ধু হলে আলোচনা করেছে। এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ মাহমুদ, মৎস্য কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, কৃষি কর্মকর্তা মাহমুদুল হক,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ জিয়াউল ইসলাম প্রমূখ।