Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: চাকরি হারানোর ভয় সবারই থাকে। তবে আপনি যদি বুঝে যান আপনার বস আপনাক তাড়াতে চাচ্ছেন, তাহলে সেই জায়গায় কাজ করে কখনোই স্বস্তি পাবেন না। তাই আগেভাগেই বুঝে নিন বস আপনাকে পছন্দ করছেন কি না। এ ক্ষেত্রে ফোর্বস ওয়েবসাইটের এই তালিকাটি একবার দেখে নিতে পারেন।
১. অনেকদিন ধরেই নতুন প্রকল্প নিয়ে আপনি কিছু পরিকল্পনা করলেন। মিটিংয়ে আপনি সবার সামনে পরিকল্পনার কথা জানালেন। মোটামুটি সবার সম্মতি আছে। অথচ আপনার বস পরিকল্পনাটিকে কোনোভাবেই পাত্তা দিলেন না। আর এই ঘটনা একদিন-দুদিন না, বেশ কয়েকদিন ধরেই ঘটছে। তাহলে ধরে নেবেন বস আপনাকে একদমই পছন্দ করছেন না এবং মনে মনে আপনাকে তাড়ানোর ফন্দি আঁটছেন।
২. কাজ করলে ভুল হবে এটাই স্বাভাবিক। যে কাজ করে না একমাত্র তারই ভুল হয় না। কিন্তু বস যদি সবকিছু বুঝেশুনেও বারবার আপনার ভুল ধরার চেষ্টা করেন, তাহলে বুঝবেন আপনার চাকরিটা না থাকার আশঙ্কাই বেশি।
৩. আপনার কাজ হঠাৎ করেই অন্য কাউকে দিয়ে দেওয়াও খুব খারাপ লক্ষণ। এর মানে আপনার কাজে বস সন্তুষ্ট নন। আর হাজার চেষ্টা করলেও সন্তুষ্ট হবেন না। কারণ তিনি এখন আর আপনাকে চাচ্ছেন না।
৪. বস যদি আপনাকে জোর করে ছুটি দেন, তাহলে বুঝবেন আপনাকে তিনি বলার চেষ্টা করছেন চলে যাওয়ার জন্য। কিন্তু সরাসরি বলতে পারছেন না।
৫. আপনাকে এখন আর কোনো গুরুত্বপূর্ণ কাজ দেওয়া হয় না। এর মানে বস এখন আর আপনাকে ততটা গুরুত্ব দিচ্ছেন না।
৬. গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে এখন আর আপনাকে ডাকা হয় না। বলতে গেলে বস এসব জায়গায় আপনাকে এড়িয়ে যাচ্ছেন। বসের এই অবহেলা দেখলে ধরে নেবেন এই অফিসে আপনার দিন শেষ।
৭. হঠাৎ করেই বসের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে শুরু করেছে। বস সবার সামনেই আপনাকে অপমান করে কথা বলছেন অথচ আপনার তেমন কোনো দোষ নেই। এসব লক্ষণই বলে দেবে আপনার বস আপনাকে কতটা অপছন্দ করেন।