খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলার ছয়টি এবং বিলাইছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পূর্ববর্তীদের মেয়াদ শেষ হওয়ায় ৪৮টির মধ্যে বুধবার ওই দুটি উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে নব নির্বাচিতরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে উন্নয়ন ও স্থানীয় সরকারের প্রশাসনিক কাঠামোর মূল কেন্দ্রবিন্দু। এটি একটি শক্তিশালী স্থানীয় সরকার সংস্থা। উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের রয়েছে বিচারিক ও প্রশাসনিক ক্ষমতাও। তিনি দেশের প্রতি আনুগত্য রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার জনগণকে নিয়ে কাজ করার জন্য নব নির্বাচিতদের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে ৪ জুন রাঙ্গামাটি পার্বত্য জেলার ৪৮টি ইউপিতে সম্পূর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। এজন্য নির্বাচন কমিশন, প্রতিদ্বন্ধী প্রার্থী, ভোটার, জনগণ, রাজনৈতিক নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃংখলা বাহিনীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান জেলা প্রশাসক। তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বাকি ৩৯ ইউপিতে নব নির্বাচিতদের শপথ যথাযথভাবে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
শপথগ্রহণ অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, রাঙ্গামাটি সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমাসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ নেয়া ইউপি চেয়ারম্যানরা হলেন- সদর উপেজলার বন্দুকভাঙ্গার বরুণ কান্তি চাকমা, বালুখালীর বিজয়গিরি চাকমা, মগবানের বিশ্বজিৎ চাকমা, জীবতলীর সুদত্ত বিকাশ কারবারি, সাপছড়ির মৃনাল কান্তি চাকমা ও কুতুকছড়ির কানন চাকমা এবং বিলাইছড়ি উপজেলার সদর ইউপির সুনীল কান্তি দেওয়ান, ক্যাংরাছড়ির অমরজীব চাকমা ও ফারুয়ার বিদ্যালাল তঞ্চঙ্গ্যা।