Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উপলক্ষে বুধবার সকালে রাঙ্গামাটি শহরে শোভাযাত্রা শেষে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, জেলা মৎস্য বিভাগ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও বিএফআরআই যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
“জল আছে যেখানে মাছ চাষ সেখানে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ি নৌযান ঘাটে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের স্থানীয় সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক সাধণ মনি চাকমা, পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) তানভীর আজম ছিদ্দিকী বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুর রহমান।
সভায় ফিরোজা বেগম চিনু এমপি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় পার্বত্য অঞ্চলের জেলে ও মৎস্যচাষিদের ভাগ্যোন্নয়নে ক্রিক বাঁধ দিয়ে মৎস্যচাষ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। কিন্তু প্রকল্পটি বন্ধ করার জন্য কিছু মহল উঠেপড়ে লেগেছে বলে অভিযোগ করেন তিনি।
পার্বত্য অঞ্চলে জেলে ও মৎস্যচাষিদের ভাগ্যোন্নয়নে বাধাগ্রস্ত না করে প্রকল্পটির সফল বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফিরোজা বেগম চিনু বলেন, কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধকালীন এ সরকারই জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দিচ্ছে।
সভাপতির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি কাপ্তাই হ্রদ ঘিরে এখানকার মানুষের অনেক স্বপ্ন রয়েছে। হ্রদটিকে সঠিকভাবে সংরক্ষণ করে মৎস্য উৎপাদনের পাশাপাশি পর্যটন খাতে ব্যবহার করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। তাই এই হ্রদকে দূষন ও দখলের হাত থেকে রক্ষা করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।