খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: বুধবার বিকেলে যখন মুস্তাফিজ ইংল্যান্ডে যাবার ভিসা পেলেন, তার ঠিক কয়েকট ঘন্টা পরের কথা।
ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব সাসেক্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের আগমন বার্তা জানিয়ে দিল। সেখানে তারা মুস্তাফিজকে পেয়ে যে উচ্ছ্বসিত, সেটাও লিখল।
“ঝঁংংবী ঈৎরপশবঃ ধৎব ফবষরমযঃবফ ঃড় ধহহড়ঁহপব গঁংঃধভরুঁৎ জধযসধহ রং ফঁব ঃড় ধৎৎরাব রহ ঐড়াব ঃড়সড়ৎৎড়ি ধযবধফ ড়ভ ঝঁংংবী ঝযধৎশং ঘধঃডবংঃ ঞ২০ ইষধংঃ ভরীঃঁৎব ধমধরহংঃ ঊংংবী ঊধমষবং ধঃ ঈযবষসংভড়ৎফ. ঞযব ইধহমষধফবংযর রহঃবৎহধঃরড়হধষ রিষষ নব ধাধরষধনষব ভড়ৎ ঃযব ৎবসধরহফবৎ ড়ভ নড়ঃয ঃযব ঘধঃডবংঃ ঞ২০ ইষধংঃ ধহফ ঃযব জড়ুধষ খড়হফড়হ ঙহব-উধু ঈঁঢ় পড়সঢ়বঃরঃরড়হং #এঙঝইঞঝ’’
(‘সাসেক্স ক্রিকেট ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে যে মুস্তাফিজুর রহমান ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাটে চেমসফোর্ডে এসেক্স ঈগলসের বিপক্ষের ম্যাচের আগে পৌঁছে যাবে। বাংলাদেশি এই ক্রিকেটারকে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের পরবর্তী ম্যাচগুলোতে পাওয়া যাবে। #গো এসবিটিএস।’)
আজ সকালে ইংল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন মুস্তাফিজ। বাংলাদেশ সময় রাত ৯টার পরে তার ইংল্যান্ডে পৌঁছে যাওয়ার কথা। সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে সাসেক্স যদি নকআউট পর্বে ওঠে তাহলে ম্যাচসংখ্যা বাড়বে।