খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জ : মুন্সিগঞ্জের প্রতিটি উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে। মুন্সীগঞ্জ শহরে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মৎস্য র্যালী করা হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়ে পুরাতন কাচারী এলাকার শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয় র্যালী। পরে শিল্পকলার মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- অতিরিক্ত জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মীর মাহফুজুর হক, জেলা মৎস কর্মকর্তা ড. মো. অলিউর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু প্রমুখ।
অপরদিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রসুলপুর খেয়াঘাট হয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) মো: সাইফুল কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিাত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: আসাদুজ্জামান (জামান), উপজেলা মৎস্য কর্মকর্তা ছালমা আক্তার, উপজেলা কৃষি অফিসার আমিরুল বাহরাইন, প্রকল্প কর্মকর্তা মো: আরিফুর রহমানসহ ইমামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনসুর আহমেদ খান জিন্নাহ, বাউশিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: মিজানুর রহমান প্রধান, গুয়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন প্রমুখ। এর আগে ফুলদী নদীতে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
জল আছে যেখানে, মাছ চাষ সেখানে এ শ্লোগানকে সামনে রেখে সিরাজদিখান উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ (১৯ জুলাই-২৫ জুলাই) ২০১৬ উদযাপন করা হয়। এ দিবস উদযাপন উপলক্ষে গতকাল বেলা ১২ টায় উপজেলায় একটি র্যালী বের করে উপজেলা পরিষদের পুকুরে মৎস্য অবমুক্ত করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে ও উপজেলা মৎস কর্মকর্তা ফরিদা ইয়াসমিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান একেএম আবুল কাশেম এড., ও মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমীন।