খোলা বাজার২৪, বুধবার, ২০ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবির সদর দপ্তরে দিনাজপুর সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন ভারোত্তোলন প্রতিযোগীতায় ২৯ বিজিবি চাম্পিয়ন । দিনাজপুর সেক্টর বিজিবি রানার্স আপ হয়েছেন। গত ১৭ই জুলাই থেকে ২০শে জুলাই পর্যন্ত ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে ৩টি ব্যাটালিয়নের ভারোত্তোলন প্রতিযোগীতা খেলা অনুষ্ঠিত শেষে গতকাল ফুলবাড়ী বিজিবি সদর দপ্তরে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন (পি বি জি এম এস)। ভারোত্তোলন প্রতিযোগীতায় খেলায় ফুলবাড়ী ২৯ বিজিবি ৫টি স্বর্ণ, ২টি রৌপ ও ১টি তাম্র অর্জন করেন। ৪২বিজিবি দিনাজপুর ২টি স্বর্ণ, ৩টি রৌপ ও ১টি তাম্র পায়, ৩বিজিবি জয়পুরহাট ১টি স্বর্ণ, ২টি রৌপ ও ২টি তাম্র পায়। খেলায় ৪২ বিজিবি রানার্স আপ হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায় লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী। খেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ২৯ বিজিবির অপারেশন অফিসার মেজর একেএম হাসিবুল নবী। খেলার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেশন ভারোত্তোলন এর মি. মাইকেল ও শফিউল্লাহ্ শফিক। দিনাজপুর সেক্টর আন্তঃ ভারোত্তোলন প্রতিযোগীতা খেলা শেষে বক্তব্য রাখেন দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মোঃ জাকির হোসেন (পি বি জি এম এস)। এ সময় ২৯ বিজিবির উপস্থিত অফিসার্স, জেসিও’স এনসিও’স, অন্যান্য পদবীর সৈনিক বৃন্দ ও অসামরিক কর্মচারী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রতিযোগীতায় ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৯৫১২৫ সিপাহী মোঃ উজ্জল হোসেন শ্রেষ্ঠ নবীণ খেলোয়াড় এবং ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৭৯৫৫৭ সিপাহী জহিরুল ইসলাম শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হওয়ায় তাদেরকে বিজিবির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।