খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: অর্থ পাচারের মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপি নেতা তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।
বৃহস্পতিবার সকালে রায়ের পর ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।