Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: ইংল্যান্ডের ক্লাব সাসেক্সের হয়ে খেলতে বুধবার সকালে বাংলাদেশ বিমানে চড়ে রওয়ানা দেন মুস্তাফিজুর রহমান।
প্রায় ১২ ঘন্টার ভ্রমণ শেষে ইংল্যান্ডের পৌঁছেছেন কাটার-মাস্টার।
তার আগে মঙ্গলবার বিকেলে তিনি ইংল্যান্ডে যাবার ভিসা পান। দেশ ছেড়ে যাওযার আগে নিজের সেরাটা দেওয়ার কথা বলে যান। পাশাপাশি বলে নতুন কিছু শেখার বিষয়টি। সাসেক্সের হয়ে খেলতে পারলে তার অভিজ্ঞতার ঝুলি যে সমৃদ্ধ হবে সেটা নিশ্চিত করে বলা যায়।
২১ জুলাই থেকে ২ আগস্টের মধ্যে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ও রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে ৭টি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে তার দল সাসেক্স যদি নকআউট পর্বে ওঠে তাহলে ম্যাচ সংখ্যা বাড়বে।
মুস্তাফিজের দল সাসেক্স রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। আর ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে রয়েছে সপ্তম স্থানে।