খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ফুলবাড়ী উপজেলা চত্তর থেকে জাতীয় বিশ্ব জনসংখ্যা দিবস পালনে এক র্যালী বাহির হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র্যালী শেষে উপজেলা সভাকক্ষে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ নরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মোরশেদুল আলম। বিশ্ব জনসংখ্যা দিবস পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহসীন মৃধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হাসিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, পুষ্টিবিদ মোঃ আজিজুল রহমান সরকার, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শিবনগর ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, বেতদীঘী ইউপি চেয়ারম্যান শাহ্ মোঃ আব্দুল কুদ্দিস। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনার ৪জন মাঠ কর্মীকে এবং খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের এর হাতে ভাল কাজ করার কারণে সনদ পত্র ও উপহার সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “কিশোরীদের জন্য বিনিয়োগ আগামী প্রজন্মের সুরক্ষা”। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ইসমাইল হোসেন, সহযোগীতায় ছিলেন সহকারী মেডিক্যাল অফিসার ডা. জাকির হোসেন। অনুষ্ঠানটি আয়োজনে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বিশ্ব জনসংখ্যা দিবস পালনে উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা গণ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।