খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেছেন, জঙ্গি হামলার গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। যারা এ ধরনের গুজব ছাড়াচ্ছেন, তাদের আইনের আওতায় আনা হবে।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির প্রধান কার্যালয়ে জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার আরো বলেন, ‘জঙ্গিবাদ দমনে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলস কাজ করে যাচ্ছে। যারা এ সব কর্মকাণ্ডে জড়িত তাদেরকে অবশ্যেই আইনের আওতায় আনা হবে।’