খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও :“কিশোরীদের জন্য বিনিয়োগ, আগামী প্রজন্মের সুরক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো বিশ^জনসংখ্যা দিবস। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও কালেক্টরেট চত্বর থেকে র্যালিটি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আসফিকুর জামান আক্তার, উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত উপপরিচালক তারিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার সভাপতি মনোয়ারা চৌধুরী, সাবিনা আক্তার প্রমূখ। সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে সনদ বিতরণ করা হয়।