খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলোচিত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের মনোনয়ন গ্রহণ করেছেন। বৃহস্পতিবার ক্লিভল্যান্ডে দলের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণের পরই জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
ট্রাম্প তার ভাষণে আমেরিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং দলকে হোয়াইট হাউজে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অবৈধ অভিবাসন ও মানবপাচার বন্ধে মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণেরও বিষয়টিও পুর্নব্যক্ত করেন।
তিনি বলেন, অবৈধ অভিবাসী, সন্ত্রাসী গ্যাং ও সহিংসতা এবং আমাদের সমাজে মাদকের প্রবেশ ঠেকাতে আমরা সীমান্তে সুবিশাল প্রাচীর নির্মাণ করতে যাচ্ছি।
মনোনয়ণ গ্রহনের পর দেওয়া ভাষণে ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনেরও সমালোচনা করেন। তিনি সন্ত্রাসী হামলায়মৃত্যু, ধ্বংস, সন্ত্রাসবাদ বিষয়ে হিলারির অবস্থান দুর্বল বলে অভিযোগ করেন।
তিনি বলেন, ‘ আসুন আগামী নভেম্বরে আমরা তাকে পরাজিত করি।’
প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওয়াশিংটন ন্যাটোভুক্ত মিত্র দেশের নিরাপত্তার বাধ্যবাধকতা ছেড়ে দিতে পারে বলেও ট্রাম্প ইঙ্গিত দেন।