খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: এই প্রথম বিদেশের মাটিতে হতে যাচ্ছে ‘ম্যানচেস্টার ডার্বি’। আগামী ২৫ জুলাই চীনের বেইজিংয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচে মুখোমুখি হবে দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। কিন্তু গত কয়েকদিন ধরে বেইজিংয়ে প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে ম্যাচটি বাতিল হয়ে যাওয়ার শঙ্কা জেগেছে।
ভারী বৃষ্টির কারণে এরই মধ্যে বুধবার চাইনিস সুপার লিগের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গত কয়েক দিনে ট্রেনের এক শ’র মতো শিডিউল বাতিল করা হয়েছে।
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের আয়োজকরা অবশ্য আশা করছে, ‘ম্যানচেস্টার ডার্বি’র ম্যাচটি তারা মাঠে গড়াতে পারবেন। যদিও বেইজিংয়ের আবহাওয়া বলছে, ২৫ জুলাই ম্যাচের দিনেও ঝড়-বৃষ্টি হতে পারে।
শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হলে মাত্র তিনটি প্রীতি ম্যাচ খেলেই নতুন মৌসুম শুরু করতে হবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। প্রাক-মৌসুমে বুধবার নিজেদের প্রথম ম্যাচে নিজের প্রাক্তন ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হেরেছে তার দল।
ব্লুজরা আগামী ২৮ জুলাই বরুসিয়া ডর্টমুন্ড ও ৭ আগস্ট নিজেদের শেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলবে। এরপরই শুরু হবে তাদের মূল মৌসুম।
অন্যদিকে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড প্রাক-মৌসুমে গত শনিবার নিজেদের প্রথম ম্যাচে উইগানকে ২-০ গোলে হারায়। শুক্রবার তাদের পরের ম্যাচ বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। আর ৩০ জুলাই ‘রেড ডেভিল’দের শেষ ম্যাচ গালাতাসারায়ের বিপক্ষে।