খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: কী দারুণ মিল দেখুন, ২০১৫ সালের ২১ জুলাই চট্টগ্রামে টেস্ট অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই টেস্টে ৪ উইকেট নিয়ে অভিষেকটা রাঙিয়ে রাখেন বাংলাদেশের তরুণ পেসার। জেতেন ম্যাচসেরার পুরস্কারও।
এক বছর পর ঠিক একই দিনে ইংলিশ কাউন্টি দল সাসেক্সে অভিষেক হলো মুস্তাফিজের। এসেক্সের বিপক্ষে এই ম্যাচেও ঠিক ৪ উইকেট নিয়েই সাসেক্স অভিষেকটা রঙিন করে রাখলেন কাটার মাস্টার। এই ম্যাচেও জিতলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার!
দুই অভিষেকে কত মিল তাই না?
বৃহস্পতিবার ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের বিপক্ষে সাসেক্সকে ২৪ রানের দারুণ এক জয় এনে দিতে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন মুস্তাফিজ।