Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: বড় পরিসরে দুই দেশের আমদানি-রফতানির সুযোগ তৈরি হয়েছে বেনাপোল-পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট উদ্বোধনের মাধ্যমে। স্থলবন্দরে পণ্যজট কমার ফলে গতি বাড়বে বাণিজ্যে। সার্বিক ব্যবস্থাপনার উন্নতির আশাও করছেন সংশ্লিষ্টরা।
বেনাপোল স্থলবন্দরে বড় পরিসরে বাণিজ্যিক কার্যক্রম চললেও ভারতের পেট্রাপোল বন্দরে সেবা ছিল স্বল্প পরিসরে। এ অবস্থা দূর করতে দীর্ঘদিন দাবি জানাচ্ছিলেন দুই দেশের ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে ভারতের পেট্রাপোলে ৩০০ বিঘা জমির ওপর নির্মিত হয়েছে এই সমন্বিত চেকপোস্ট। আছে ট্রাক টার্মিনাল, শীতাতপ নিয়ন্ত্রিত অয়্যারহাউজ, আমদানি-রপ্তানি অঞ্চল ও স্ক্যানিং মেশিনসহ বিশ্বের আধুনিক বন্দরের সুযোগ-সুবিধা। এতে গতি আসবে দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে।
এই চেকপোস্টে নিরাপত্তার দায়িত্বে থাকবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই শতাধিক সদস্য। পণ্যবাহী এক হাজার ট্রাক ধারণ ক্ষমতা রয়েছে এই স্থাপনার। কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে স্থলপথে পণ্যবাহী ট্রাকের ট্রানজিট সুবিধাও নিশ্চিত হবে এই চেকপোস্টে।