Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: মুন্সিগঞ্জ : মাদ্রাসার অধ্যক্ষ সদর জামায়াতের আমির মাহবুবুর রহমানকে অপসারণ ও তার ভাগিনা, ভাতিজিকে আইনের আওতায় না আনলে যে কোন সময় বড় ধরনের বিষ্ফোরণ ঘটতে পারে। বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামছে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও মুন্সিগঞ্জের সচেতন সমাজ। পর্ণভিডিও তৈরীর পৃষ্ঠপোশক অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যক্ষের ভাগিনা সাকিব কামাল ও ভাতিজি আকলিমাকে মাদ্রাসার ছাত্রীকে দিয়ে পর্ণভিডিও তৈরীর অপরাধে দ্রুত গ্রেফতারের জানিয়েছেন মুন্সিগঞ্জবাসী। অপরদিকে একজন অধ্যক্ষ সবচেয়ে জঘন্যতম কর্ম সমকামিতা করে কিভাবে জামায়াতের আমির থাকে জামায়াতের পক্ষ থেকেও কোন পদক্ষেপ না নেয়ায় জামায়াতের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ জানিয়েছেন, এডভোকেট তোতা মিয়া, আব্দুল আজিম স্বপন, মাদ্রাসা কমিটির সদস্য এড. আবুল হোসেন, সাখাওয়াত হোসেন, আসাদুজ্জামানসহ অনেকে।

মুন্সিগঞ্জ আদর্শ মাদ্রাসায় অধ্যক্ষের ভিডিও পর্ণ তৈরী, সমাকাতিা ও নারী লোভ এবং বিভিন্ন বানিজ্য করার সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় ও অনলাইনে আসার পর প্রশাসন নড়েচড়ে বসেছেন। বৃহস্পতিবার মাদ্রাসার বিভিন্ন পত্রপত্রিকার প্রকাশিত সংবাদ কার্টিং, পর্ণভিডিও, মাদ্রাসার পরিচালনা কমিটির সেচ্চাচারিতা এবং অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে ৩০-৪০ জন ছাত্র-ছাত্রীর স্বাক্ষর সম্বিলিত একটি লিখিত আবেদন জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের নিকট হস্তান্তর করা হয়। ভিডিও পর্ণটি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহীকর্মকর্তা ও প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল বিষয়টি দেখেন এবং সাথে সাথে উপজেলা নির্বাহীকর্মকর্তাকে এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেন।

অপরদিকে পর্ণভিডিওর নায়িকার বাবা ও মাকে দিয়ে মাদ্রাসার দুর্নীতিবাজ, সমকামি ও নারীলোভী অধ্যক্ষ মাহবুবুর রহমান মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা মোনায়েম খানকে ছাত্রলীগের মাধ্যমে থামিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাতিয়ার হিসেবে মেয়ের মা ও বাবাকে ব্যবহার করছেন অধ্যক্ষ মাহবুবুর রহমান।

অধ্যক্ষ মাহবুবুর রহমান খুবই ধ্রুত ও ধুরন্দর। ইতিমধ্যে সে বিভিন্ন জায়গায় গিয়ে বুঝাতে চেয়েছেন পর্ণভিডিওটি মিথ্যা, তৈরী করা হয়েছে, ভিডিওতে যে ছেলেটি সে ছেলে তার ভাগিনা না। মেয়ের মা ও বাবাকে বুঝাতে সক্ষম হয়েছেন যে তার ভাগিনা পর্ণভিডিও তৈরী করে কোন ক্ষতি করেননি। সাংবাদিক ও মাদ্রাসার শিক্ষকরাই ক্ষতি করেছেন। এ ধরনের ভিডিও তৈরী করলে কোন ক্ষতি হয় না এমনটিই বলেছেন মেয়ের মা।

মুন্সিগঞ্জবাসীর একটিই দাবী পর্ণভিডিও তৈরীর পৃষ্ঠপোশক অধ্যক্ষ মাহবুবুর রহমান , পর্ণ নায়ক অধ্যক্ষের ভাগিনা সাকিব কামাল ও সহযোগি আকলিমাকে আইনের আওতায় এনে আইনগত ব্যবসন্থা গ্রহণ করবে এমনটিই আশা করছেন মুন্সিগঞ্জবাসী।