Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: তার বোলিং বুঝতে পারা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য বেশ দূরহ কাজ। শুধু কি প্রতিপক্ষের ব্যাটসম্যান? মুস্তাফিজুর রহমানের সাসেক্স সতীর্থরাই যে তার বোলিং বুঝতে পারছেন না!
সাসেক্সের হয়ে ন্যাট ওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকেই জাদুকরী বোলিং করেছেন মুস্তাফিজ। বৃহস্পতিবার রাতে এসেক্সের বিপক্ষে দলকে দারুণ এক জয় এনে দিতে ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন কাটার মাস্টার। জেতেন ম্যাচসেরার পুরস্কার।
ম্যাচের আগে অনুশীলনেই মুস্তাফিজের বোলিং পড়তে পারছিলেন না সাসেক্স সতীর্থরা। পরে ম্যাচে সেই অভিজ্ঞতা হয়েছে প্রতিপক্ষেরও।
ম্যাচ শেষে সাসেক্স অধিনায়ক লুক রাইট বলেন, ‘সে (মুস্তাফিজ) কী করতে যাচ্ছে, সেটা বুঝতে পারা অনেক কঠিন। অনুশীলনের সময় আমরা চেষ্টা করছিলাম তার সঙ্গে কাজ করতে, কিন্তু পারিনি।’
উইকেটের পেছনে মুস্তাফিজের বলগুলো ঠিকঠাক ধরতে পারায় উইকেটরক্ষক ক্রেগ কাচোপাকে বাহবাই দিচ্ছেন সাসেক্স অধিনায়ক, ‘আমাদের কিপার ক্রেগ কাচোপাকে বাহবা দিতেই হবে। ও আজ (বৃহস্পতিবার) বেশ ভালো কিপিং করেছে। আগে ওর (মুস্তাফিজ) বোলিং আমরা দেখিনি বা খেলেনি। তাই কাজটা একদমই সহজ ছিল না।’