Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, শুক্রবার, ২২ জুলাই ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুর বাস র্টামিনাল বদরগঞ্জ রোড লিটল ফ্লাওয়ার কিন্ডার গার্টেন হল রূমে স্বপ্নেরদেশ (এস,ডি,এস) সংস্থার আয়োজনে এ্যলকার্ড ল্যবেরটরী ও ম্যানহার্ড ফার্মা সিউটিক্যালস এর সহযোগিতায় লালমনিহাট জেলার আদিতমারি মহিশ খোচা ও পলাশি ইউনিয়নের স্বাস্থ্য কর্মিদের ৩ (তিন) ব্যপি প্রশিক্ষন ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন ও কর্মশালায় উপস্থিত ছিলেন এস,ডি,এস এর নির্বাহী পরিচালক এনামূল হক মন্ডল ডাঃ নাছিমা আক্তার মনি (এমবিবিএস) এস,ডি,এস, ডাঃ আনছারী (এমবিবিএস) প্রাইম মেডিকেল কলেজ হসপিটাল, এ্যলকার্ড ল্যবেরটরী রংপুর ডিষ্টিক এরিয়া ম্যানেজার কেমিষ্ট জাহাঙ্গীর আলম ও ম্যানহার্ড ফার্মা সিউটিক্যালস এরিয়া ম্যানেজার আল-আমিন রেজা সহ এস,ডি,এস এর উদ্ধতন কর্মকর্তা বৃন্দ।

প্রশিক্ষনে লিকুরিয়া রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা নিরাময় ও প্রত্যন্ত গ্রামগঞ্জে হত দরিদ্য রোগিদের প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌছে দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়।
এ্যলকার্ড ল্যবেরটরী ও ম্যানহার্ড ফার্মা সিউটিক্যালস এর এরিয়া ম্যানেজার দ্বয় এস,ডি,এস এর হতদরিদ্র রোগিদের স্বল্প মূল্যে ঔষধ ও রোগীদের সেবা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।