খোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: জাতীয় সংগীত ও স্বাক্ষরতা অভিযানের মধ্যদিয়ে শুরু হয়েছে ঢাকা ক্লিন অভিযান।
শুক্রবার বিকেলে রাজধানীর শিখা চিরন্তনে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে পরিচালিত দঢাকা ক্লিনদ নামের একটি সংগঠন এ অভিযান শুরু করে।
অভিযানের উদ্বোধন করেন শিল্পী মনিরুজ্জামান। তিনি বলেন, আমরা এখানে ক্ষুদ্র পরিসরে হলেও একত্রিত হয়েছি। এই ক্ষুদ্র পরিসর নিয়েই আজ এখান থেকে শুরু করছি আমাদের ঢাকাকে পরিস্কারের যাত্রা।
তিনি আরো বলেন, আমাদের ক্ষুধার অভাব নেই। আমাদের এখন অভাব রয়েছে রুচির পরিবর্তনের। আসুন আমরা এখন এই রুচি পরিবর্তনের জন্য লড়ি।
তিনি আরো বলেন, কোনো একটি টিস্যু পেপারের অংশ যেন রাস্তায় না ফেলি। কারণ সমাজ পরিবর্তনের আগে নিজেদের পরিবর্তন হতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিল্পী নাজমা আক্তার, কামাল পাশা, ঢাকা ক্লিনের প্রধান সমন্বয়কারী ফরিউদ্দিন মিলন প্রমুখ।