খোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: নড়াইলে তিন পুরোহিতকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নলদীরচর সর্বজনীন দূর্গা মন্দিরের পুরোহিত সুজিত গোসাই, আগদিয়ারচর মহাশ্মাশান সেবা শ্রমের পুরোহিত উত্তম গোসাই ও আগদিয়ারচর দাসপাড়ার সর্বজনীন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশন সেবা আশ্রমের পুরোহিত বিমল কৃষ্ণ দাসকে এই হুমকি দেওয়া হয়।
পুরোহিত সুজিতকে হাতে লেখা চিঠিতে বলা হয়েছে ‘তোমার চরিত্র ভাল, আমরা তোমার কোন ক্ষতি করতে চাইনা। আমাদের কথা না মানিলে গলাকেটে কুকুরের গলায় ঝুলাবো। তাই বলি- ভাল হয়ে যাও এবং বৃদ্ধাশ্রমটি কোনোভাবে যাতে চালু না হয়। তাহলে তুই বাঁচতে পারবি না। আমাদের খরচটা দিয়ে দিবি। আমাদের মোবাইল নম্বর ০১৭৯৮৬১৯৪২১।’
আগদিয়ারচর দাসপাড়ার পুরোহিত বিমল কৃষ্ণ দাসকেও দেওয়া চিঠিতেও ওই মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এতে ২০ হাজার টাকা দাবি করা হয়েছে। পুরোহিত উত্তম গোসাইকে ৭ দিনের মধ্যে স্থান ত্যাগ করতে বলা হয়েছে।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিরাপত্তার ব্যাপারে স্থানীয়দের নিয়ে ভিলেজ পার্টি গঠন করা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।