Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: লোকমান আলী, নওগাঁ : মাথায় গুড়ি গুড়ি বৃষ্টি নিয়েই এক এক করে টিনশেড হল রুমটিতে সমবেত হতে থাকে সবাই। কেউ যুগল, কেই স্ববান্ধব আবার কেউ একাকী। টেবিলে শোভা বর্ধন করে খন্ডিত হবার অপেক্ষায় রয়েছে কেক। পাশের করে ওয়ান টাইম প্লেটে খাবারে পসরা সাজানো হচ্ছিল। তখন ঘড়িতে সন্ধ্যা পেরিয়ে সাতটা ত্রিশ। বৃষ্টি ভেজা সন্ধ্যায় যেন গল্পের শ্রোত বয়ে যেতে লাগল। বয়সের কোন বাধা আজ আর মানছেনা কেউ। আজ যে নওগাঁ’র ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন ‘আপন’ ২৯ বছর পেরোলো। তবে এ আপন কোন জন নয়। আ’তে-আবৃত্তি, প’তে-পরিষদ, ন’তে-নওগাঁ, সব মিলিয়ে আবৃত্তি পরিষদ নওগাঁ এর ৩০বছরে পদার্পনের দিন।
টিনের চালে বৃষ্টির টাপুরটুপুর শব্দের মাঝে অনুষ্ঠানের সঞ্চালক সংগঠনের সহ সভাপতি রফিকুদ্দৌলা রাব্বী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার ঘোষনা করলেন। নওগাঁ পুরাতন কালেক্টরেটে বিয়াম স্কুল এন্ড কলেজ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এরপর এক এক করে যে যাঁর যাঁর আসন গ্রহন করলেন। আপন এর সভাপতি ডাঃ ময়নুল হক দুলদুলের সভাপতিত্বে প্রথম পর্বে ছিল আলোচনা আর স্মৃতি চারন। এতে অংশ গ্রহন করেন আপন এর উপদেষ্টা যথাক্রমে অধ্যাপক (অবঃ) কবি আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক (অবঃ) তৌহিদ আহমদ, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড.শাবিন শাহরিয়ার, সাংবাদিক ও নাট্যকার কায়েশ উদ্দিন, আব্দুস সাত্তার মন্ডল, সহ সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ, সাধারন সম্পাদক কংকন মজুমদার, সিনিয়র সাংবাদিক ফরিদুল করিম , সিনিয়র সাংবাদিক নবির উদ্দিন, বিয়াম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, একুশে পরিষদের নওগাঁর সাধারন সম্পাদক এম,এম, রাসেল, মানবাধিকার নাট্য পরিষদের উত্তম সরকার, প্রকাশনা সংস্থা ‘পুনশ্চ’র কর্নধার কবি রবু শেঠ প্রমূখ। আলোচনা পর্ব শেষে কেক কাটার মধ্যে দিয়ে দিনটিকে স্মরন করা হয়। নাস্তার পাশাপাশি চলছিল কবিতা আবৃত্তি আর মাঝে মাঝে গান। বিদ্যুত ও আমেরিকা প্রবাসী আপন এর সদস্য সাথীর গান, শিল্পী, সুষমা সাথী, মায়া ও রাব্বীর নাচ অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে তুুলেছিল। এদিকে এ্যাড. জাহাঙ্গীর ইসলাম বুলবুল, এ্যাড. মনসুর আলী রানা, এ্যাড, রেজাউল বাশার মতি, শিবনাথ পাল, নিমাই সরকার ও তরুণ কয়েকজন সদস্যের ছিল দৃষ্টিকারা মেহমানদারি।
আবৃত্তি পরিষদ এই দীর্ঘ সময়ে নওগাঁয় আবৃত্তি, অভিনয় ও সংগীতসহ সাংস্কৃতির বিভিন্ন অঙ্গনে একক অবদান রেখে চলেছে।