খোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম : গত ২০ জুলাই দৈনিক মানবজমিন পত্রিকায় “ভিক্ষা করে বিএম পড়ছে আব্দুল আউয়াল” শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকাশের ভিত্তিতে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ঢাকাস্থ এক দানশীল ব্যক্তি গরীব ও মেধাবী শিক্ষার্থী আব্দুল আউয়ালের বাবাকে একটি রিকশা ও আব্দুল আউয়ালকে একটি বাইসাইকেল অনুদান হিসাবে প্রদান করেন। আজ শনিবার দুপুরে ফুলবাড়ী প্রেসক্লাবে অনুদান প্রদান অনুষ্ঠানে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি জনাব আব্দুল বারী আকন্দ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, বিআরডিবির চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারন সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন, ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক মিলনএবং ফুলবাড়ী প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের সামাজিক কর্মকান্ড লেখার মাধ্যমে ফুলবাড়ীর উন্নয়ন সাধন করার জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে দৈনিক মানবজমিন পত্রিকা ও ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম বেলাল কে ধন্যবাদ জানান।