খোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও রুহিয়া থেকে ফারুক(৩০) নামের হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। উপজেলার রাজাগাঁও ইউনিয়ন পরিষদের ৫০০ গজ পূর্বে সরকারপাড়া থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার আমাদের প্রতিনিধিকে জানান, রাজাগাঁও গ্রামের কৃষকরা সকালে জমিতে রোপা লাগাতে গিয়ে কাঁচা রাস্তার দক্ষিণ পাশের কচুক্ষেতের একটি আইলে ওই যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গে রুহিয়া থানা পুুলিশ ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান। এই ঘটনায় ওসি খান মো: শাহারিয়ার আমাদের প্রতিনিধিকে মুঠোফোনে আরও জানান যে, লাশের পাশে ছোট্ট একটি চাকু, রশি ও ৩টি স্যান্ডেল ছড়িয়ে ছিটিয়ে ছিল। সম্ভবত দূর্বৃত্তরা ওই যুবককে রাস্তা থেকে টেনে হিঁচড়ে কচুক্ষেতে নিয়ে হাত-পা বেঁধে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় মৃত যুবকের পিতা খরশেদ আলম, সাং- কচুবাড়ি ভাঁটা, বাদী হয়ে রুহিয়া থানায় হত্যা মামলা করেন। লিখিত মামলার অভিযোগে জানা যায়, মৃত ফারুকের শশুর বাড়ির লোকজন ঘটনার সাথে জরিত বলে সন্দেহ করেন মৃত ফারুকের বাবা খরশেদ আলম। এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা যায়।