Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, শনিবার, ২৩ জুলাই ২০১৬: শিষ্টাচার বা ভালো আচরণ মানে হলো, সঠিক ও ভদ্র ব্যবহার প্রদর্শন করা। যাই হোক অনেকে মনে করেন এগুলো অপ্রয়োজনীয়। আমাদের আচরণের একটি বড় দিকই হচ্ছে শিষ্টাচার তাহলে এটি অপ্রয়োজনীয় কীভাবে হতে পারে?
মানুষ সামাজিক জীব। সমাজে অনেকের সঙ্গে মিলে মিশে বসবাস করতে হয়। আর সেই জন্যই শিষ্টাচারের জ্ঞান থাকা অতীব প্রয়োজনীয়। শিষ্টাচার একটি মানুষের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশও বটে।

শিষ্টাচারের নীতিগুলো খুব সাধারণ এবং সহজে ধারণ করা যায় এমন। যেমন, স্পষ্ট ভাষায় কথা বলা, শ্লীলতা বজায় রাখা, অনুভূতিকে সামলান বা গোপন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আসুন এমন কিছু শিষ্টাচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
* আপনি কারো সঙ্গে রাস্তায় হাঁটছেন, এমন সময় আপনার সঙ্গে থাকা মানুষটি আরেকজন মানুষকে হ্যালো বলে অভিবাদন জানালে আপনারও উচিত সেই মানুষটিকে অভিবাদন জানানো, আপনি তাকে চিনুন আর নাই চিনুন।
* যখন আপনি কারো সঙ্গে বা বন্ধুরা মিলে কোথাও যান একসঙ্গে কিছু সময় কাটানোর জন্য তখন ভুলেও আপনার ট্যাবলেট বা স্মার্টফোনটি টেবিলের ওপর রাখবেন না অথবা বার বার চেক করবেন না। এতে আপনার সঙ্গে থাকা মানুষটি বা আপনার বন্ধুরা মনে করবেন হয় আপনি বিরক্ত অথবা আপনি তাদের সঙ্গ পছন্দ করছেন না।
* আমরা যখন বড় কোনো চাইনিজ রেস্টুরেন্টে খাবার অর্ডার (যেমন- সুসি) করি তখন চামচের পাশাপাশি চপস্টিকও দেওয়া হয়। অনেকে স্মার্টনেস বজায় রাখার জন্য অদক্ষ হাতে চপস্টিক ব্যবহার করেন। কিন্তু আপনি জানেন কি সুসি হাত দিয়েও খাওয়া যায়।
* আপনি যদি কোনো ব্যক্তিকে সারারাত ধরে ফোনে কথা বলা বা বার্তা প্রদানের জন্য মনস্ত করেন তবে ভুলেও নিশ্চিত হওয়ার জন্য কোনো মেয়ে বা মহিলাকে জিজ্ঞাসা করবেন না।
* যখনই আপনি কারো কাছ থেকে সাহায্য পাবেন তাকে ধন্যবাদ জানান। কখনই উপচয় করবেন না। আর এটা ভাববেন না যে, ঐ ব্যক্তি তার স্বার্থে আপনাকে সাহায্য করেছেন।
* শপিংমলে কোনো মেয়ে বাথরুমে গেলে তার সঙ্গে থাকা ছেলেটি মেয়েটির কোটটি ধরে রাখতে পারে কিন্তু কখনই মেয়েটির হাত ব্যাগ বহন করা ছেলেটির জন্য উচিত নয়।
* মোবাইল ফোনে কথা বলার সময় অনেকক্ষণ ধরে চুপ করে সময় নষ্ট করার কোন মানে হয় না। আপনি সময় কাটাতে চাইলে আপনার বন্ধুদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে দেখা করুন এবং ঘুরতে যান।
* চরম অভদ্র ভাবে কারো দিকে তাকান উচিত নয়। কাউকে নির্দিষ্ট করে উচ্চ স্বরে কথা বলা, হাসি দেওয়াটাও উচিত নয়।
* গাড়ির চালককে অবশ্যই পানির ছিটা দেওয়ার পূর্বে পথচারীদের ওপর এর খারাপ প্রভাব সম্পর্কে ধারণা থাকা উচিত।
* সিনেমা, কনসার্ট বা থিয়েটার দেখার সময় অবশ্যই বসে দেখা উচিত।
* যদি আপনি কারো কাছে ক্ষমা চান এবং তিনি আপনাকে ক্ষমা করে দেন তাহলে প্রতিজ্ঞা বদ্ধ হোন যে, ঐ ভুলটি আপনি আর কোনো দিন করবেন না।
* একজন ভদ্র পুরুষ অবশ্যই মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
* নয়টি বিষয় আপনার অবশ্যই গোপন করা উচিত, যেমন- বয়স, ধর্ম, মেডিকেল ইস্যু, উপহার, পারিবারিক ঝগড়া, সম্পদ, সম্পর্ক, সম্মান এবং মর্যাদা হানিকর ব্যাপার।
* আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে ফ্যাশনের ব্যাপারটি বেশ গুরুত্বপূর্ণ তাই বলে নিজেকে হাস্যকর পোশাকে মুড়িয়ে দেওয়া উচিত নয়।
* আপনি যখন কারো ঘরে বা অফিস রুমে প্রবেশ করেন এবং আপনার অবস্থা, বয়স বা পেশা যাই হোক না কেন, আপনার উচিত সবাইকে অভিবাদন জানানো।
এই শিষ্টাচারগুলো যদি আমরা সবাই মেনে চলি তাহলে আমাদের কাজের জায়গাগুলো আরো সুন্দর হয়ে উঠবে। অনেক সময় শিষ্টাচারের মাধ্যমে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। এটি ব্যক্তিত্বকে আরো দৃঢ় করে।