খোলা বাজার২৪, রোববার, ২৪ জুলাই ২০১৬: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্থপচার মামলায় বিচারপতি প্রভাবিত হয়ে রায় ঘোষণা করেছেন-আইনমন্ত্রীর এমন বক্তব্য প্রমান করে দেশের বিচার ব্যাবস্থা সরকার দ্বারা প্রভাবিত।
রোববার দুপুরে সুপ্রিমকোর্ট মিলনায়তনে বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠগন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামমলা প্রত্যাহার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জয়নুল আবেদীন বলেন, তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে তারেক রহমান সঠিক সময়েই আপিল করবেন। বাংলাদেশের একটি মামলা ১৭ বছর পর আপিল করা হলে সেটি আপিল বিভাগ গ্রহন করেছিলো। সে হিসেবে তারেক রহমানও আপিল করবেন। তিনি বলেন, আইনমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার না করলে বাংলাদেশের সকল মানুষ ধরে নিবে সরকার দ্বরা এদেশের বিচার ব্যাবস্থা প্রভাবিত।
আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করতে দেশের সকল জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের বিক্ষোভ কর্মসুচি, মানববন্ধন ও মিছিল করার রেোষনা দেন। আগামী ২৫ থেকে ২৮ জুলাই এ কর্মসুচি পালনের আহবান জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। একইসঙ্গে প্রতিদিন বেলা একটা থেকে সুপ্রিমকোর্টেও কর্মসুচি পালন করা হবে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, তৈমুর আলম খন্দকার, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সাবেক সহসভাপতি ওয়ালিউর রহমান খান, মুক্তার কবির খান, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।