খোলা বাজার২৪, রোববার, ২৪ জুলাই ২০১৬: নওগাঁ: নওগাঁ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সরকারি অনুমোদন প্রাপ্ত হওয়ায় নওগাঁয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলেজের উদ্যোগে শহরের মুক্তির মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের নওযোয়ান মাঠে গিয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে র্যালীর উদ্বোধন করেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য ডা: মিল্লাত হোসেন। এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: আব্দুল্লাহ আল-সাফায়েত শামীম, প্রভাষক ডা: সেকেন্দার আলী, প্রভাষক ডা: হেলেনা, পরিচালনা বোর্ডের সদস্য এ্যাড: কাজী আতিকুর রহমান, একেএম তাজউল ইসলাম বুলবুল সহ কলেজের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ছিলেন।