খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার একটি কারখানায় সাগর বর্মণ (১০) নামের এক শিশুকে মলদ্বারে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, সাগর হত্যার অভিযোগে রাতে মামলা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
সাগর বর্মণ নামের ওই শিশুকে মলদ্বারে কম্প্রেসর মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে গুরুতর আহত করা হলে রোববার বিকেলে ঢাকা-মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার ‘জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং লিমিটেড’ নামের কারখানায় স্পিনিং সেকশনে কাজ করত।
সাগর একই কারখানার শ্রমিক রতন বর্মণের ছেলে; তাদের গ্রামের বাড়ি নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার রাজিবপুর গ্রামে।
গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকার একটি মোটর গ্যারেজে মলদ্বারে কম্প্রেসর মেশিনের পাইপের মাধ্যমে বাতাস ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়। ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়।