খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: মুন্সিগঞ্জ : দেশ থেকে জঙ্গিদের উৎখাত করতে মুক্তিযোদ্ধাদের আবার সজাগ হওয়ার তাগিদ দিলেন মুন্সিগঞ্জের মুক্তিযোদ্ধরা। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, ইসলামের নামে যারা জঙ্গি হামলার মতো জঘন্য অপরাধ করছে তারা আসলে ইসলামের কেউ নয়। এরা মূলত ইয়াহুদিদের দালালি করে যাচ্ছে, ইসলামকে বিশ্ববাসীর কাছে অপরাধী ধর্ম হিসেবে তুলে ধরাই এসব জঙ্গির মূল লক্ষ্য।
রোববার দুপুরে লৌহজং পদ্মার পাড়ে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও মিছিল কর্মসূচি শেষে এক প্রতিবাদ সভায় উপজেলা মানবাধিকার কমিশন, মুক্তিযোদ্ধা সংসদ ও যুগান্তর স্বজন সমাবেশ লৌহজং শাখার নেতারা এ তাগিদ দেন।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন লৌহজং উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মাহাবুব-উল-আলম, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ শিকদার এবং উপজেলা মানবধিকার কমিশনের সভাপতি অধ্যাপক ডাক্তার আবু ইউসুফ ফকির।