Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মুল্যায়ন সভা, সমাপণী ও সফল মৎস্য চাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে “জাতীয় মৎস্য সপ্তাহ” উদযাপন উপলক্ষে মুল্যায়ন সভা, সমাপনী ও সফল মৎস্যচাষীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুনীল মন্ডল, উপজেলা প্রকৌশলী রওশন আলী মিয়া, নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ্যাড. হাফিজুর রহমান, খামার ব্যবস্থাপক আনারুল কবীর। পরে সফল মৎস্য চাষীদের পুর¯ৃ‹ত করা হয়।