Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: ঝিনাইদহ : ঝিনাইদহ সরকারী কেসি কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের করা হয়। কলেজটির অধ্যক্ষ প্রফেসর ড. বি,এম রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফের ক্যাম্পাসে ফিরে আসে। মিছিলে বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা ছাড়াও শিক্ষক কর্মচারিরা অংশ নেন।

এ সময় সস্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে লেখা ব্যানার প্লাকার্ড ফ্যাষ্টুন বহন করেন তারা। মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কলেজটির অধ্যক্ষ বিএম রেজাউল করিম বিপদগামী ছাত্র-ছাত্রীদের শান্তির পথে ফিরে আসার আহবান জানান।
অন্যান্যর মধ্যে প্রফেসর মহব্বত হোসেন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহম্মেদ ও সাধারন সম্পাদক রানা হামিদসহ কলেজের শিক্ষক কর্মচারীরা জঙ্গী বিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন।