খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে একটি বিদেশী পিস্তল ও ৫০ পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রোববার রাত প্রায় সাড়ে টার দিকে শহরের পৌরসভা সংলগ্ন এলাকা থেকে মো. রুবেল (৩০) ও আব্দুল হাকিম (৩১) নামে দু’জনকে আটক করা হয় বলে জানান রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের এসআই সৌরজিৎ বড়–য়া।
তিনি জানান, আটকের সময় নিজেদের দেয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ একটি বিদেশী খেলনা পিস্তল ও ৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। খেলনা পিস্তলটি মানুষকে ভয় দেখানোর জন্য তারা ব্যবহার করত বলে আটককৃতরা স্বীকারোক্তি দেয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ব্যবসায় জড়িত বলে জানান এসআই সৌরজিৎ বড়–য়া।
কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। সোমবার তাদেরকে আদালতে চালান দেয়া হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।