Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41খোলা বাজার২৪, সোমবার, ২৫ জুলাই ২০১৬: ১৪বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো লক্ষ্য নেই যুক্তরাষ্ট্রের। সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। এটা শুধু বাংলাদেশের নয়। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। এমনটাই মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।
সোমবার ঢাকা দক্ষিণের নগর ভবনে ‘সেভ সিটি’ বিষয়ক ওয়ার্ল্ড মেয়রদের কনফারেন্সে মেয়র সাঈদ খোকনকে আমন্ত্রণ জানাতে এসে এ মন্তব্য করেন তিনি।
বার্নিকাট বলেন, ‘সন্ত্রাসী হামলা মোকাবিলায় শহর নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।’ এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার ক্লু নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন তখন সাংবাদিকদের বলেন, ‘সেফ (নিরাপদ) সিটি গড়ার লক্ষ্যে একটা কনফারেন্সের আমন্ত্রণপত্র দেয়ার জন্যই মার্কিন রাষ্ট্রদূত এসেছেন।’
মেয়র বলেন, ‘আমরা তাকে বলেছি- বাংলাদেশের মানুষের মনে মৌলবাদী চিন্তা নেই। যে একটা বা দুটি ঘটনা ঘটেছে, তা মোকাবিলায় সরকার সফল হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা এ ধরনের ঘটনার সম্মুখীন এই প্রথম। তবে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি। আমাদের মানুষের মনে যে ভয় ছিল, তা এখন আর নেই