খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: রাজশাহীর বিশিষ্টজনদের হত্যার হুমকি প্রদান চক্রের সন্ধান পেয়েছে বলে দাবি করেছে পুলিশ।ভীতি তৈরি করে অর্থ হাতিয়ে নেয়াই তাদের উদ্দেশ্য।
সোমবার রাতে জঙ্গির নামে হত্যার হুমকির পেছনে একটি প্রতারক চক্রের খোঁজ পাওয়ার দাবি করেছে পুলিশ। ভীতি তৈরি করে অর্থ হাতিয়ে নেয়াই তাদের উদ্দেশ্য। ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছে রাজশাহী পুলিশ।
গত কয়েক বছরে রাজশাহীর বেশ কিছু বিশিষ্টজন পেয়েছেন প্রাণনাশসহ বিভিন্ন হুমকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়েরই অন্তত ৩০ জন শিক্ষককে এ ধরনের হুমকি দেয়া হয়েছে। এগুলোর বেশিরভাগের উৎস চিহ্নিত করতে পারেনি পুলিশ।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকির তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার তিনজন জানিয়েছে, ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করাই ছিল তাদের উদ্দেশ্য।
এই চক্রটির সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকার কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়ার দাবিও করেছে পুলিশ। বিশিষ্টজনেরাও মনে করছেন, জঙ্গির বাইরেও অন্য কোনো গোষ্ঠী পরিস্থিতির সুযোগ নিয়ে আতঙ্ক ছড়াতে পারে।
গ্রেপ্তার তিনজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রতারক চক্রের সবাইকে দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা।