খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: রংপুরের নিউ জুম্মাপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে রংপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মোঃ কামরুজ্জামান স্ত্রী চাদনী হত্যার অপরাধে স্বামী জয় বাসফোর কে এই সাজা প্রদান করেন। আদালত সুত্রে জানা গেছে,২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর রংপুর নগরীর নিউ জুম্মাপাড়া এলাকার হরিজন স¤প্রদায়ের জয় বাসফোর তার স্ত্রী চাদনী রায়কে পারিবারিক কলহের জের ধরে গলায় রশি বেধে শ্বাসরোধ করে হত্যা করে। এঘটনায় চাদনীর মা শ্রীমতি তারা রায় বাদী হয়ে ঐদিনে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই আব্দুস সালাম একই বছরের ১৭ই নভেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত ২১ জন সাক্ষীর মধ্যে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে হত্যাকান্ড প্রমাণিত হওয়ায় এই রায় দেন। সরকারী পক্ষে কৌশলী ছিলেন, অতিরিক্ত পিপি ফারুক মোঃ রিয়াজুল করিম।