খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: কুড়িগ্রাম,: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বানভাসিদের মাঝে ত্রান বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের সাংগটনিক সম্পাদক হারুন অর রশীদ নিজ উদ্যোগে উপজেলার ৫ শত বানভাসি পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন। প্রতিটি পরিবারের মাঝে চিড়া,মুড়ি,চিনি,খাবার স্যালাইন,মম,দিয়াশলাই,ও পানি বিশুদ্ধ করার ট্যাবলেট,বিতরন করে। অপরদিকে বড়ভিটা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যোন খয়বর আলী তার নিজ ইউনিয়নে ৭ শত পরিবারের মাঝে একই ত্রাণ বিতরন করেন।
উল্লেখ্য যে, গত ৭ দিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ধরলা, নীলকমল, বারোমাসিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। তলিয়ে গেছে ঘর বাড়ী,বীজ তলা সহ ফসলের ক্ষেত। ভেসে গেছে শত শত পুকুরের মাছ। প্লাবিত হয়েছে উপজেলার গোরকমন্ডপ, চর গোরকমন্ডপ, পেছাই, পশ্চিম ফুলমতি, শিমুলবাড়ী, রোশন শিমুলবাড়ী, সোনাইকাজী, যতিন্দ্র নারায়ন, কবিরমামুদ,পানিমাছকুটি ছড়া,রামপ্রসাদ, প্রানকৃঞ্চ, চন্দ্রখানা, পশ্চিম ধনিরাম, পূর্ব ধনিরাম, চরমেকলি, বড়লই, বড়ভিটা, চর বড়লই, খোচাবাড়ী ও রাঙ্গামাটি।