খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: বাগেরহাট : সুন্দরবনের বাইনতলা এলাকা থেকে বনদস্যুদের ফেলে যাওয়া ৫টি পাইপগান উদ্ধার করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মংলা) স্টাফ অফিসার (অপারেশন) লে: কমান্ডার এ এম রাহাতুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা রবিরাব রাতে সুন্দরবনের নলিয়ান সংলগ্ন বাইনতল খালে অভিযান চালায়। সেখানে পূর্ব থেকে অবস্থান নেয়া দস্যুরা অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে রেখে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দেশী তৈরি ৫টি পাইপগান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।