খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জুলাই ২০১৬: ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রাম থেকে ইয়াবাসহ জনি বিশ্বাস (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৫ জুলাই) দিনগত গভীর রাতে তাকে আটক করা হয়। জনি বিশ্বাস কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে সাংবাদিককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রামে ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। সেসময় ৫০ পিস ইয়াবাসহ জনি বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।
আটক জনি বিশ্বাস দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানায় পুলিশ।